এই কোর্সে আপনি কি কি পাবেন এবং কিভাবে সেটিকে এক্সেস করবেন ?
লগইন পদ্ধতি –
১) লগইন আপনি সরাসরি করতে পারবেন না । লগইন করার আগে সাইন আপ করতে হবে ।
৩) সাইন আপ করার জন্য আপনাকে 7551067843 নম্বরে ফোন অথবা Whatsapp – এ যোগাযোগ করে নিতে হবে ।
৪) আপনাকে সর্বপ্রথম কোর্স ফি প্রদান করতে হবে ।
৫) ফি পেমেন্ট করার সাথে সাথে আপনাকে একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে । যার মাধ্যমে আপনি লগইন করতে পারবেন ।
কিভাবে কোর্স মেটিরিয়াল এক্সেস করবেন ?
১) প্রদত্ত আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই আপনার সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে । যার বাঁদিকে থাকবে আপনার প্রোফাইল সঙ্ক্রান্ত ডিটেলস এবং ডানদিকে থাকবে কোর্স সঙ্ক্রান্ত তথ্য । যেখানে আপনাদের সময় সময় প্রয়োজনীয় নোটিশ দেওয়া হবে ।
২) উপরের দিকে নেভিগেশন মেনু দেখতে পাবেন । ভিডিও লেকচারে ক্লিক করলে আপনার সামনে প্রাইমারি টেটের যে পাঁচটি টপিকের উপরেই পাঁচটি প্লেলিস্ট খুলে যাবে । সেখানে প্রাইমারী টেট সংক্রান্ত সকল ভিডিও একত্রে দেওয়া রয়েছে ।
৩) একইভাবে নেভিগেশন মেনু থেকে স্টাডি মেটিরিয়েল অপশনে ক্লিক করলে আপনার সামনে প্রাইমারী টেটের A–Z স্টাডি মেটিরিয়েল প্রাইমারী টেটের পাঁচটি টপিক অনুসারে সাজানো রয়েছে । আপনি যেকোনো বিষয়ের ফোল্ডারে ক্লিক করে সেই সংক্রান্ত সকল মেটিরিয়াল এক্সেস করতে পারবেন ।
৪) এরপর আমরা আসি মক টেস্টে । আপনি যদি মক টেস্ট সেকশনে ক্লিক করেন তাহলে আপনার সামনে একটি নতুন স্ক্রিন খুলে যাবে । যেখানে মক টেস্টগুলি প্রাইমারি টেটের পাঁচটি টপিক অনুসারে সাজানো রয়েছে । আপনি যেকোনো বিষয়ের বোতামে ক্লিক করলে সেই সংক্রান্ত মক টেস্ট খুলে যাবে । প্রত্যেকটি মক টেস্টে ২০ টি করে প্রশ্ন থাকবে । সময় থাকবে ১০ মিনিট । যতবার আপনি টেস্ট দেবেন ততবার নতুন নতুন প্রশ্ন আপনার সামনে আসবে । এবং মক টেস্ট সাবমিট করলে আপনাকে আপনার স্কোর ও কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটি সেটি আপনার স্ক্রিনে দেখতে পাবেন ।
আপাতত আমাদের পোর্টালে এই ফিচারগুলিই যুক্ত করা হয়েছে । আগামীতে আরও অনেক নতুন নতুন সুবিধা যোগ করা হবে । তাই আর দেরি না করে 7551067843 নাম্বারে Whatsapp বা কল করে এই কোর্সে ভর্তি হয়ে যান । আমাদের উদ্যোগ ভালো লাগলে এই আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না ।
আমাদের Whatsapp Group – Join Now